টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপের প্রেসিডেন্টের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৫, ২১:২০
শেয়ার :
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপের প্রেসিডেন্টের রেকর্ড

প্রায় ১৫ ঘণ্টাব্যাপী এক দীর্ঘ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নতুন রেকর্ড গড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। আজ রবিবার তার কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর এই সংবাদ সম্মেলনটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগের রেকর্ড ভেঙে দিয়েছে।

৪৬ বছর বয়সী মুইজ্জু শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন শুরু করেন এবং তা মধ্যরাত পেরিয়ে ১৪ ঘণ্টা ৫৪ মিনিট পর্যন্ত চলে। নামাজের বিরতি ছাড়া বাকিটা সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গেছেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংবাদ সম্মেলন মধ্যরাতের পরেও চলেছে — যা কোনো রাষ্ট্রপ্রধানের সবচেয়ে দীর্ঘ সংবাদ সম্মেলনের বিশ্বরেকর্ড।

২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের জাতীয় রেকর্ড সংস্থা জানায়, প্রেসিডেন্ট জেলেনস্কি ১৪ ঘণ্টার এক সংবাদ সম্মেলন নিয়ে আগের সাত ঘণ্টার রেকর্ডধারী বেলারুশের শাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে ছাড়িয়ে গিয়েছিলেন। আর আজ মালদ্বীপ সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জু  নতুন রেকর্ড গড়েছেন। এই দীর্ঘ সংবাদ সম্মেলনটি বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল।