‘গুলমোহর’-এ সারিকা

বিনোদন প্রতিবেদক
০৪ মে ২০২৫, ১৩:১৮
শেয়ার :
‘গুলমোহর’-এ সারিকা

দীর্ঘদিনের নীরবতা ভেঙে নতুন ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন ‘তাকদীর’ ও ‘কারাগার’র নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, ‘গুলমোহর’ দিয়ে ফেরা হচ্ছে তার। আর খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানানো হবে- এর অভিনয় শিল্পীদের নাম ও মুক্তির দিনক্ষণ।

এবার জানা গেল, ‘গুলমোহর’ সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। এর মধ্যদিয়ে আহমেদ শাওকীর সঙ্গে এবারই প্রথম কাজ করলেন তিনি। শুধু তাই নয়, এবারই প্রথম বড় আয়োজনের কোনো ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে।

সারিকা সাবাহ বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর “মুসবিত”সহ আরও কয়েকটি ওয়েব সিরিজে এর আগে অভিনয় করেছি। এবারই প্রথম আমি বিগ বাজেটের সিরিজে অভিনয় করেছি। “গুলমোহর” মূলত পারিবারিক সমস্যার গল্পের ওয়েব সিরিজ। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে আপাতত কিছু বলছি না। তবে এটি নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী। কারণ, শাওকী ভাই ভীষণ যত্ন নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। আমিও আমার চরিত্রে সর্বোচ্চ শ্রম দেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করি, প্রচারে এলে এটি দর্শকের ভালো লাগবেই।’

এদিকে আপাতত নাটকের অভিনয় থেকে দূরে আছেন সারিকা সাবাহ। তবে খুব শিগগিরই ফিরবেন ছোটপর্দায়। আর ইতিমধ্যেই অংশ নিয়েছেন বেশ কিছু বিজ্ঞাপনের শুটিংয়ে।