রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর। আজ শনিবার বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ঘটনার সময়ে তারা রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলো। ওই সময় কমলাপুরগামী সুরমা মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে এক যুবক মারা যায়।
একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক কিশোরকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বিকাল পৌনে ৫টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এসআই মোহাম্মদ আলী আরো বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার সঙ্গে কিছু চাবি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আশপাশের এলাকায় থাকতেন। তার বয়স আনুমানিক ২৫ বছর।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।