ভাঙ্গারির গোডাউনে আগুন /
টঙ্গীতে পুড়েছে মার্কেটের দোকান, ক্ষতিগ্রস্ত স্কুল
গাজীপুরের টঙ্গীতে কারখানা ও গৃহস্থালির ব্যবহার অনুপযোগী সামগ্রীর (ভাঙ্গারি) গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে মার্কেটের দোকান। এ ঘটনায় পাশের স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল আটটার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ শরীফ মার্কেট এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের ৫১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমজাদ হোসেনের ভাঙ্গারির গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।পরবর্তীতে গোডাউনের আগুন আশেপাশের মার্কেটে ও স্কুলে ছড়িয়ে পড়লে মার্কেটের তিনটি দোকান ও পাশে থাকা স্কুলের জানালার কাচ ভেঙে যায়।
এ সময় স্থানীয়রা টঙ্গীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ শরীফ মার্কেট এলাকায় আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
আগুন লাগার ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ক্ষতিগ্রস্ত গোডাউনসহ পাশের মার্কেটের দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে এবং পাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মো. শাহিন আলম।