‘বাংলাদেশ আপনার অপেক্ষায়’
দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বরাবরই স্পষ্টবাদী একজন মানুষ। গানের পাশাপাশি একসময় রাজনীতিতে সরব ছিলেন আসিফ। আর সেই কারণে শেখ হাসিনা সরকার আমলে অনেকটাই দমিয়ে রাখা হয়েছিল তাকে। ছিলেন স্টেজ শো থেকেও দূরে। আর এসব তথ্য গায়ক নিজেই জানিয়েছিলেন বিভিন্ন সময়ে। শুধু গান-বাজনা আর রাজনৈতিক ইস্যুই নয়, ব্যক্তিজীবনের নানা কথা তিনি প্রায়ই শেয়ার করেন ফেসবুকে।
তারই ধারাবাহিকতায় আসিফ এবার লিখলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। আজ শনিবার এক ফেসবুক পোস্টে গায়ক লিখেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন আপন ঠিকানায়। কাতার সরকারের পাঠানো রাজকীয় বিমানে চিকিৎসা নিতে লন্ডন গিয়েছিলেন, ফিরবেন ৫ মে, ইনশাআল্লাহ। বেগম জিয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা গ্রহন করেছিলেন, সরকারকে ধন্যবাদ। হিথ্রোর মত ব্যয়বহুল বিমানবন্দরে সরকারি টাকার মচ্ছব এড়ানোর জন্য তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা আসে। ম্যাডামের জন্য বিমান কর্তৃপক্ষ চেয়েছিল ফ্লাইটটি যেন সরাসরি ঢাকা আসে, পরে সিলেট যাবে। তিনি বিমানের নিয়মিত রুটের নিয়ম ভাঙ্গতে চাননি, বাকী সাধারণের মত সিলেট হয়েই ফিরবেন আপন আলয়ে। বাংলাদেশ বিমানকেও ধন্যবাদ জানাই ম্যাডামকে যথাযথ সম্মান জানানোর জন্য।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আসিফ আকবর লিখেছেন, ‘তিনি বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের মূর্ত প্রতীক। সারাটা জীবন দেশটার জন্যই ভেবে গেলেন, কষ্ট করলেন, অত্যাচারিত হলেন। আমরা গর্বিত, আমাদের একজন বেগম খালেদা জিয়া আছেন, যিনি জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশ আপনার অপেক্ষায়, আপনার সুস্থ্যতা আর দীর্ঘায়ু কামনা করি ম্যাডাম।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবশেষে সবাইকে মনি করিয়ে দিলেন, ‘ম্যাডামের আগমন উপলক্ষ্যে বিমানবন্দরে গিয়ে হাঙ্গামা না করলেই ভালো। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার সিদ্ধান্ত হবে আরও মহত্তর।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’