পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি
০৩ মে ২০২৫, ১১:১৬
শেয়ার :
পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন ও সাজেদুল নামের দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত আনে বিজিবি। গণমাধ্যম কর্মীদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাহফুজ ইসলাম ইমন ধবলসতি এলাকার বাসিন্দা এবং অপরজন ইমনের মামা সাজেদুল ইসলাম।

এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, বিজিবির পতাকা বৈঠকে পর বিএসএফের হেফাজতে থাকা দুজন বাংলাদেশিকে রাত ২টায় ফেরত দেয়। পরে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।