পলাশবাড়ীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
০২ মে ২০২৫, ০৮:৫৫
শেয়ার :
পলাশবাড়ীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এদিন রাতে চার যুবক একটি মোটরসাইকেলে করে পলাশবাড়ী বন্দর অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢোলভাঙ্গা বাজার এলাকায় ব্রীজের ওপর ওঠা মাত্রই পেছন দিক থেকে এইটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর ২ মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত উপজেলার মহদীপুরর শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবন (২০) ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২১)।

আর আহতরা হলেন একই ইউনিয়নের শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২) এবং বিষ্ণুপুর গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ (২৩)।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।