ক্রিকেট খেলে বাসায় ফেরার পথে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
ক্রিকেট খেলে বাসায় ফেরার পথে বজ্রপাতে রাকিবুল হাসান রাফি (২৩) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের পাশে তুরাগ নদীর তীরে এ ঘটনা ঘটে।
রাকিবুল হাসান রাফি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বয়রা নিয়ামতপুর গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম খানের ছেলে। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে নিহত রাফি তার বিশ্ববিদ্যালয়ের পাশে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তার বন্ধুদেরকে নিয়ে ক্রিকেট খেলতে যান। বৈরী আবহাওয়া জন্য খেলা শেষ করে দ্রুত বাসায় ফেরার পথে তুরাগ নদীর তীরে পৌঁছালে বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হওয়ার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ওই হাসপাতালে গিয়ে নিহত রাফির মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান ‘আমাদের সময়’কে জানান, আজ বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (আইইউবিএটি) শিক্ষার্থী রাকিবুল হাসান রাফির মরদেহ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ময়নাতদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।