হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০২৫, ১৬:৫৩
শেয়ার :
হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

কৃষক মানিক মিয়া ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর নতুনপাড়ার (হকিয়ার ডকি) গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আজ সকালে কৃষক মানিক মিয়া তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের পাগনার হাওরে বোরো ধান কাটতে যান। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে জমিতেই মানিক মিয়ার মৃত্যু হয়। তবে সাথে থাকা তার ছেলে নিরাপদ ছিলেন। খবর পেয়ে আশপাশের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মানিক মিয়া নামের এক কৃষক মারা গেছেন। স্থানীয়রা হাওর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।