রেসলার চরিত্রে অভিনয় করছেন দ্য রক
প্রফেশনাল রেসলিং থেকে হলিউড, সবখানেই দারুণ সফল দ্য রক। প্রকৃত নাম ডোয়াইন জনসন হলেও বিশ্বজুড়ে দ্য রক নামেই পরিচিত এই অভিনেতা। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা এবং হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকাও তিনি। ভক্তদের সামনে এবার হাজির হচ্ছেন এমন এক রুপে যা হয়তো কেউ আশা করেননি।
প্রফেশনাল রেসলিংয়ে সফল হলেও রক এবার অভিনয় করেছেন এমএমএ ফাইটারের চরিত্রে। বিশ্বজুড়ে এখন তুমুল জনপ্রিয় ইউএফসি রেসলিং। এটি প্রফেশনাল রেসলিংয়ের মতো স্ক্রিপ্টেড নয়, ফলে নতুন ধারার দর্শক তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। তবে ইউএফসি এতটা জনপ্রিয় হওয়ার আগে একজন এমএমএ ফাইটার ছিলেন আলোচনায়, তার নাম মার্ক কের। সেই মার্কের চরিত্রেই অভিনয় করছেন রক।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমাটির নাম ‘দ্য স্ম্যাশিং মেশিন’। সিনেমাটি মার্ক কের এর জীবনের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে স্বভাবত পেশীবহুল অবতারে দেখা গেছে রককে। তবে তার চেহারা দেখে অনেকে ধাক্কা খেতে পারেন। মেকআপ ও প্রস্থেটিক ব্যবহার করে রকের চেহারা অনেকটােই পাল্টে গেছে। মূলত মার্ক কের এর সঙ্গে সামঞ্জস্য তৈরি করতেই এই চেষ্টা করেছেন পরিচালক।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
রকের অন্যান্য সিনেমার মতো অ্যাকশন নির্ভর হলেও ‘দ্য স্ম্যাশিং মেশিনে’ থাকবে সংগ্রাম ও ট্র্যাজেডির গল্প। সিনেমাটি দেখার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে ৩ অক্টোবর পর্যন্ত। সেদিনই বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’