‘নীতিমালা লঙ্ঘন করে’ কেন্দ্র সচিব হলেন সাংবাদিককে হুমকিদাতা সেই অধ্যক্ষ

রংপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৯:৩৯
শেয়ার :
‘নীতিমালা লঙ্ঘন করে’ কেন্দ্র সচিব হলেন সাংবাদিককে হুমকিদাতা সেই অধ্যক্ষ

রংপুরের মিঠাপুকুরে সাংবাদিককে হাটু ভেঙ্গে পঙ্গু করে দেওয়ার হুমকি দেওয়া সেই অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করে কেন্দ্রসচিব হওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক অথবা কোনো কর্মকর্তার ছেলে/মেয়ে/ পোষ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কোনো কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করলে সেই কেন্দ্রে ওই শিক্ষক বা কর্মকর্তা কেন্দ্রসচিব হতে পারবেন না। মাহেদুল আলমের মেয়ে দিনাজপুর বোর্ডের আওতাধীন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। সেই তথ্য গোপন করে পরীক্ষায় কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ মাহেদুল আলম। যা এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন।

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মাহেদুল আলমের মেয়ে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে আমার প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছে।’

মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সাহা বলেন, ‘আমার মেয়ে মিঠাপুকুর কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়ায় আমি এবার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছি না। এর আগে শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও রাণীপুকুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফির সন্তান পরীক্ষার্থী থাকায় তারা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেনি। কেউ যদি তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে তাহলে তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতিসহ পরীক্ষা পরিচালনা বিধিমালা লঙ্ঘনের দায়ে পরীক্ষা আইনে কঠিন শান্তি নিশ্চিত করা উচিত।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড দিনাজপুরের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরুজ্জামান পাইকাড় জানান, সংশ্লিষ্ট বোর্ডের আওতাধীন কোন কেন্দ্রে সন্তান পরীক্ষার্থী থাকলে সেই ব্যক্তির ওই বোর্ডের আওতাধীন কোথাও কেন্দ্র সচিব হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে থেকে চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে কেন্দ্রসচিব পদ হতে অব্যাহতি দেওয়া হবে। একইসঙ্গে পরীক্ষা পরিচালনা বিধিমালা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট এলাকার ইউএনও/ডিসি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ জানান, মাহেদুল আলম তথ্য গোপন করে কেন্দ্র সচিব হওয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রংপুরের মিঠাপুকুর উপজেলায় এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের যোগসাজশে নকল সরবরাহের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ‘হাঁটু ভেঙে পঙ্গু’ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।