ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৯:০৯
শেয়ার :
ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহুরুল ইসলাম (৪৭) নামে এক কৃষক মারা গেছেন। আজ বুধবার দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জহুরুল ইসলাম ওই গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে আকাশে মেঘ জমে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, বেলতলা এলাকায় বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।