শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল ব্যবসায়ীর
কুড়িগ্রামের উলিপুরে নিজের তৈরী শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৫৮) নামে এক সুপারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উলিপুরে পৌরসভার নারিকেলবাড়ি সন্যাসীতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম বাড়ির পাশে জমিতে ধান ও পাট চাষ করেন। ওই এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় ফসল রক্ষা করতে পাট ও ধান ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন তিনি। অজ্ঞতাবশত আজ সকালে সংযোগ বিচ্ছিন্ন না করেই ক্ষেত দেখতে গেলে আব্দুল হাকিম বিদ্যুৎপৃষ্ট হয়ে জমিতে পরে যান।
পরে সকাল ৯টার দিকে স্থানীয় এক বাসিন্দা ঘাস কাটতে গিয়ে তাকে জমিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় লোকজন এগিয়ে এসে হাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, বিদ্যুৎপৃষ্টে একজন নিহত হওয়ার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।