টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

টঙ্গী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৪:২৩
শেয়ার :
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সিজন্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানা শ্রমিকরা।

স্থানীয়রা জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে টঙ্গীর খা পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক একটি পোশাক কারখানার প্রায় দেড় হাজার শ্রমিকেরা মার্চ মাসের ২০ দিনের বকেয়া বেতন পরিশোধ করার জন্য কারখানা কর্তৃপক্ষকে অবহিত করেন। তাৎক্ষণিক কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে না পারায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মিছিল সহকারে কারখানার প্রধান ফটক দিয়ে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। 

এ সময় মহাসড়কটির উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এই রাস্তায় চলাচলকারী সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

খবর পেয়ে শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। 

 এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২০ মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী শনিবার বকেয়া বেতনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান।

বর্তমানে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।