সুইডেনে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১৩:১৭
শেয়ার :
সুইডেনে বন্দুক হামলা, নিহত ৩

সুইডেনের আপসালা শহরে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

পুলিশ জানায়, শহরের কেন্দ্রস্থলে গতকাল মঙ্গলবার এই গুলির ঘটনা ঘটে। তারা গুলিবর্ষণের ঘটনাটিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে তদন্ত শুরু করেছে আর এটি সন্ত্রাসবাদী হামলা না ঘৃণাজনিত অপরাধ, তা এই মুহূর্তে বলতে পারছে না।

সুইডেন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে বৈদ্যুতিক স্কুটারে করে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে গেছেন। এই ব্যক্তি অপরাধী না প্রত্যক্ষদর্শী অথবা এমন কেউ যার সঙ্গে ঘটনার সম্পর্ক আছে, এই মুহূর্তে তা পরিষ্কার হয়নি।’

পুলিশ জানিয়েছে, নিহতদের শনাক্ত করা এখনও বাকি। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্যের বিষয়ে কোনো অনুমান প্রকাশ করতে রাজি হয়নি তারা।

সুইডেনের বিচারমন্ত্রী গুন্নার স্ট্রমার জানিয়েছেন, তার মন্ত্রণালয় এই মামলাটির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আর এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।