৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আব্দুল গনি (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে অভিযান চালিয়ে মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের সিংবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আবদুল গণিকে।
মামলার এজাহারে বলা হয়, বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ৭ বছরের ওই শিশুটি। গত বুধবার, ৯ এপ্রিল দুপুরে দক্ষিণ গ্রামের প্রতিবেশী আব্দুল গনি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে নিয়ে যান। মুখ চেপে ধরে পরনে থাকা জামাকাপড় টেনে হেঁচড়ে খুলে ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ও শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান বৃদ্ধ গণি। এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে কৌশলে পালিয়ে যান অভিযুক্ত গণি।
পরে এই ঘটনায় গত বৃহস্পতিবার, ১৭ এপ্রিল মেয়েটির মা বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইমুনালে আব্দুল গনি বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টা মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এজাহার গ্রহণের আদেশ দেন। এরপর গত ২৪ এপ্রিল মির্জাগঞ্জ থানায় মামলাটি রুজু হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টা মামলায় আব্দুল গনিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।