অভিনেতা সিদ্দিকের নামে দুই মামলা
ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের নামে রাজধানীর গুলশান থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ দুই মামলায় তাকে গুলশান থানার কাছে হস্তান্তর করেছে রমনা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
তিনি বলেন, ‘ইতিমধ্যেই গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে অভিনেতা সিদ্দিককে।’
এ ব্যাপারে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জানা গেছে, ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম এ আবেদনটি করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর আগে, মঙ্গলবার বিকেলে নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে অভিনেতা সিদ্দিককে মারধর করতে দেখা যায় একদল যুবককে। রাজধানীর কাকরাইল এলাকায় মারধরের পর এই অভিনেতাকে রমনা থানা সোপর্দ করা হয়।
বলা দরকার, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনটিতে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন সিদ্দিকুর রহমান। এছাড়া টাঙ্গাইল-১ ও বরিশাল-৩ আসন থেকেও আওয়ালী লীগের মনোনয়ন কিনেছিলেন এই অভিনেতা।