নাতনিকে উত্যক্ত, থানায় জিডি করে খুন হলেন নানা

সিংগাইর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫৮
শেয়ার :
নাতনিকে উত্যক্ত, থানায় জিডি করে খুন হলেন নানা

মানিকগঞ্জের সিংগাইরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানা আজগরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নানা আজগরকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। পরে রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আজগর সিংগাইর থানার জয়মন্টপ ইউনিয়নের রায় দক্ষিন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মুদি দোকানদার ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ক্যানসারে মায়ের মৃত্যুর পর নানার বাড়িতে থেকেই লেখাপড়া করত তৃতীয় শ্রেণি পড়ুয়া নাতনি ইসরাত জাহান (৯)। 

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুলে আস যাওয়ার পথে নাতনিকে স্থানীয় মৃত কালু পরামানিকের ছেলে চিহ্নিত মাদককারবারি আল আমিন উত্ত্যক্ত করে। এ ঘটনায় মঙ্গলবার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন নানা আজগর। 

গত সোমবার থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই বখাটেরা অভিযোগ তুলে নিতে ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে শাসিয়ে আসছিল।

এদিকে আলামিনের খোঁজে পুলিশ আসার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আল আমিনের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী বাহিনী রামদা, চাপাতি দিয়ে ওই ছাত্রীর নানার হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে হত্যা করে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাকিব আল শুভ বলেন, ‘রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

নিহতের ছেলে লিয়াকত বলেন, ‘আমার বাবার মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। হামলাকারীদের চিহ্নিত করা গেলেও পুলিশ জানিয়েছে তাদের গ্রেপ্তারের স্বার্থে গণমাধ্যমে নাম প্রকাশ না করার জন্য।’

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘আজগর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবরে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সিংগাইর থানায় হস্তান্তর করেছে।’

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, ‘এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। ইভটিজিংয়ের অপরাধে আল আমিনকে আসামি করে মঙ্গলবার থানায় মামলা করা হয় এবং হত্যার ঘটনায় আলামিনসহ ৫ জনের নাম উল্লেখ করে আরও ৫/৬ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পৃথক আরও একটি হত্যা মামলা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঘটনার সঙ্ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।