এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ২১:০২
শেয়ার :
এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা

পদ্মা নদীর একটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৭ হাজার টাকায়। মাছটির ওজন ১ কেজি ৬৮০ গ্রাম। মাছটি ক্রয় করেছেন শাকিল-সোহান মৎস আড়তের মালিক মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। 

আজ মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরী ঘাটে এ মাছটি ক্রয় করেন তিনি। 

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীর বড় ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। পদ্মা নদীর ১ কেজি ৬৮০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ৪ হাজার ৪০০ টাকা দরে ৭ হাজার ৩৯২ টাকায় ক্রয় করেছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মাছ ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সামান্য কিছু লাভ পেলেই বিক্রি করে দেওয়া হবে।