জিম্বাবুয়ের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ২০:৪৯
শেয়ার :
জিম্বাবুয়ের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় সফররত জিম্বাবুয়ের রাষ্ট্রদূত স্টেলা এনকোমো। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন চট্টগ্রামে মিয়ানমারের অনারারি কনসাল জেনারেল এইচ. এম. হাকিম আলী।

অনুষ্ঠানে কূটনৈতিক, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের আতিথেয়তা অসাধারণ। আমার দলে রয়েছেন আমার স্বামী ক্যাপ্টেন ব্রায়ান চাওয়াসারিরা এবং ডেপুটি হেড অফ মিশন পিটার হোভয়ানে। আমরা অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পেয়েছি এবং আমি বলেছি, এটাই আমার শেষ সফর নয়।’

দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন,‘জিম্বাবুয়ে একটি খনিজসম্পদে সমৃদ্ধ দেশ এবং ব্যবসার জন্য উন্মুক্ত। বাংলাদেশি উদ্যোক্তারা এখানে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। বাংলাদেশের গার্মেন্টস খাতে বিশ্বখ্যাতি রয়েছে। আমাদের তুলা খাতের সঙ্গে বাংলাদেশের যৌথ উদ্যোগ গড়ে তোলা সম্ভব। ’

এসময় তিনি কৃষি, বস্ত্র, খনিজসম্পদ, আইসিটি, ফার্মাসিউটিক্যালস, জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত এইচ এম হাকিম আলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে স্টেলা এনকোমোর বলেন, ‘এই নৈশভোজ আয়োজনের মাধ্যমে আমাকে সম্মানিত করায় আমি কৃতজ্ঞ। এটি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি মাইলফলক।’

রাষ্ট্রদূত স্টেলা এনকোমো গত ২৫ এপ্রিল ঢাকায় পৌঁছান এবং গত রবিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এর মাধ্যমে বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা হয়।