হাসিনার পক্ষে প্রশ্নকারীকে অব্যাহতি দিল চ্যানেল আই

অনলাইন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৯:৪০
শেয়ার :
হাসিনার পক্ষে প্রশ্নকারীকে অব্যাহতি দিল চ্যানেল আই

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে প্রশ্ন করা জ্যেষ্ঠ প্রতিবেদক বাশারকে অব্যাহতি দিয়েছে চ্যানেল আই। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তাকে অব্যাহতির কথা জানায় টেলিভিশন চ্যানেলটি।

ফেসবুক পোস্টে চ্যানেল আই লিখেছে, ‘সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তরপর্বে পেশাদারিত্ব প্রদর্শন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রিপোর্টারের বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষের তদন্ত শুরু ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান।’

উল্লেখ্য, গতকাল সোমবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ব্রিফিংয়ে চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক বাশার প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক‍্য কীভাবে হবে যদি শোভাযাত্রায় আপনারা হাসিনার এফিজি রাখেন?’