সেই সাংবাদিককে বহিষ্কার করল দীপ্ত টিভি
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে প্রশ্ন করা জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমানকে বহিষ্কার করেছে দীপ্ত টিভি। আজ মঙ্গলবার এক অফিস আদেশে তাকে বহিষ্কার করা হয়।
অফিস আদেশে মিজানুরকে বলা হয়, ‘আপনাকে জানানো হচ্ছে যে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে। আপনার সব পাওনা কাজী মিডিয়া লিমিটেডের কর্পোরেট অফিস থেকে সংগ্রহ করার অনুরোধ করা হচ্ছে।’
এর আগে আজ অনির্দিষ্টকালের জন্য সংবাদ বন্ধের ঘোষণা দেয় দীপ্ত টিভি। তাদের স্ক্রলে এ সংক্রান্ত ঘোষণায় লেখা হয়, ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, গতকাল সোমবার সচিবালয়ে সংস্কৃতি উপদেষ্টার এক ব্রিফিংয়ে দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান প্রশ্ন করেন, ‘জুলাই মাসে ১৪০০ শহীদের কথা আপনি বলছেন কেন? এই সংখ্যা কোথায় পেয়েছেন? এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি বলছেন? আদালত তো এখনো রায় দেয়নি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?