‘শৃঙ্খলা পরিপন্থী’ কাজে সাংবাদিক ফজলে রাব্বি, অব্যাহতি দিল এটিএন বাংলা

অনলাইন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৭:৩১
শেয়ার :
‘শৃঙ্খলা পরিপন্থী’ কাজে সাংবাদিক ফজলে রাব্বি, অব্যাহতি দিল এটিএন বাংলা

অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকালাপের অভিযোগে চাকরি হারালেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মো. ফজলে রাব্বি। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক চিটিতে এ তথ্য জানানো হয়।

অফিস চিঠিতে সাংবাদিক ফজলে রাব্বিকে বলা হয়েছে, অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০১৬ সালের ৫ জুন সতর্কীকরণ এবং পরবর্তীতে ২০২৩ সালের ২৩ অক্টোবর ও গতবছরের ২৯ সেপ্টেম্বর পরপর দুইবার আপনাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে বিশেষ বিবেচনায় চাকরিতে আবার পুনঃবহাল করা হয়। এর পরেও আপনি রিপোর্টিংয়ের ক্ষেত্রে যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় আপনাকে আজ থেকে চাকরি হতে বরখাস্ত করা হলো।

অভিযোগ রয়েছে গত ৫ আগস্টের পর মো. ফজলে রাব্বি বিভিন্ন সময় জুলাই বিপ্লবের শহিদদের নিয়ে নেতিবাচক প্রশ্ন করতেন।