টঙ্গীতে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

টঙ্গী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৬:০৮
শেয়ার :
টঙ্গীতে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন যমুনা অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, আজ সকাল ৯টার দিকে যমুনা অ্যাপারেলস লিমিটেড নামক ওই পোশাক কারখানায় ছাটাইকৃত শ্রমিকরা নিয়মিত শ্রমিকদের কাজে যোগদান করতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়া ও পাল্টা ধাওয়ায় নিয়ে উভয় পক্ষের অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে টঙ্গী শিল্প পুলিশের (টঙ্গী জোন) পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের ছাত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, টঙ্গীর যমুনা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করে। তার মধ্য থেকে ১১৬ জন শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করে গত সোমবার তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। পরবর্তীতে ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে গত দুইদিন ধরে প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করছে। এ ঘটনায় গতকাল সোমবার নোটিশ দিয়ে কারখানাটি বন্ধ করে কর্তৃপক্ষ। 

এ বিষয়ে যমুনা অ্যাপারেলস লিমিটেড’র মালিক মোহাম্মদ রাকিব সাজ্জাদ বলেন, শ্রমিকদের অযৌক্তিক দাবি মানা সম্ভব নয়। উশৃঙ্খল শ্রমিকরা কারখানা ভাঙচুর করতে পারে এই আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।