মির্জাগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৪:৩০
শেয়ার :
মির্জাগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি

পটুয়াখালীর মির্জাগঞ্জে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়ার আবদুল সোবহান হাওলাদার ও স্কুল শিক্ষক লায়েজ হাওলাদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, রাত ২টার দিকে ডাকাত দল বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে। তারা সংখ্যায় আনুমানিক ১০-১৫ হবে। তখন বাইরে প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎও ছিলনা। ডাকাতরা একই সময় সামনাসামনি দুটি ঘরের দরজা একই সঙ্গে ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা রামদা ও চাপাতির ভয় দেখিয়ে ঘরের লোকদের জিম্মি করে ট্রাংক, আলমারি ও শোকেসের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। দুটি ঘর থেকে ডাকাতরা নগদ ২৮ হাজার টাকা ও প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) শামীম হাওলাদার বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে ভুক্তভোগীরা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আমি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর যাতে এ রকম ঘটনা না ঘটে, সে ব্যাপারে পুলিশ টহল আরও গতিশীল করব।’