আমাকে খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন, প্রশ্ন ফারিয়ার

বিনোদন প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৫, ১৩:০৮
শেয়ার :
আমাকে খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন, প্রশ্ন ফারিয়ার

তারকাদের প্রায়ই নানা ধরণের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এই তো ক’দিন আগে, অন্যের ছবিতে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির মুখমণ্ডল ব্যবহার করে বেশ কিছু ছবি প্রকাশ করা হয় নেটদুনিয়ায়। আর মুহূর্তের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে অবশ্য জানা যায়, এটি পরীর ছবি না। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অন্য নারীর ছবির ওপর অভিনেত্রীর ছবি বসিয়ে এটি তৈরি করা হয়েছে।

এমনটি শুধু পরীমণির সঙ্গেই নয়, দেশের অনেকে তারকাশিল্পীর সঙ্গেই ঘটেছে। এবার শবনম ফারিয়ার বেলায়ও তাই ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে অভিনেত্রী তার ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। ফারিয়ার কথায়, ‘এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে!’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’

শবনম ফারিয়া সেই পোস্টে একটি ছবিও শেয়ার করেছেন। আর তার পোস্টের মন্তব্যে নেটিজেনরা নানা কথা লিখে যাচ্ছেন। ফারিয়াও তার উত্তর দিয়ে যাচ্ছেন মজার ছলে।