মঙ্গলবার যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না
নতুন করে নির্মিত পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আজ মঙ্গলবার রাজধানীর কিছু স্থানে গ্যাস সরবরাহ বন্ধ ও বিভিন্ন এলাকায় স্বল্পচাপ থাকবে। গতকাল সোমবার এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, নতুন গ্যাস পাইপলাইন সংযোগের (টাই-ইন) কাজের কারণে এই পরিস্থিতি তৈরি হবে। আজ দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত, মোট ৭ ঘণ্টা এই কাজ চলবে। এই সময় মিরপুর-১৪ এলাকায় প্রিন্স বাজারের পাশে সড়কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে শতাব্দী সিএনজি স্টেশন এবং এমবিএম গার্মেন্টসসহ আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।
এছাড়া গ্যাসের স্বল্পচাপ থাকবে ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও আশপাশের এলাকায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই কাজের মাধ্যমে ভবিষ্যতে গ্যাস সরবরাহ আরও স্থিতিশীল করা যাবে। তবে সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?