আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ মঙ্গলবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক-
অর্থ উপদেষ্টার কর্মসূচি
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। বিকাল সোয়া ৩টায় মন্ত্রীপরিষদ বিভাগ ভবন-১ সভাকক্ষে (কক্ষ-৩০৪) এটি অনুষ্ঠিত হবে। এবং বিকাল সাড়ে ৩টায় একই কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপির কর্মসূচি
ঠাকুরগাঁও সদর উপজেলা কয়েকটি ইউনিয়ন নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের সঙ্গে গণসংযোগে মিলিত হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ২টায় ১০ নম্বর জামালপুর ইউনিয়ন থেকে একাধিক ইউনিয়নে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণসংযোগ করবেন।
সকাল ৯টায় নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের নেতৃত্ব দিবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচি
মঙ্গলবার সকাল ১০টায় এল.ডি হল (L. D. Hall), জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা হবে।
নির্বাচন কমিশনারের কর্মসূচি
মঙ্গলবার ২৯ এপ্রিল সকাল ৯টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেজমেন্ট ২) প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এ সেমিনারে উপস্থিত থাকবেন।