বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা দরকার: জামায়াত আমির
মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ দিতে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির।
ফেসবুকে জামায়াত আমির লেখেন, ‘রাখাইন এর সাথে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট নয়। এ বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা দরকার। কারণ এর সাথে অনেক নিরাপত্তাবিষয় জড়িত থাকতে পারে।’
রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়ার বিষয়ে গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘এতটুকু আপনাদের বলতে পারি, নীতিগতভাবে আমরা এতে সম্মত। কারণ, এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ (মানবিক সহায়তা সরবরাহের পথ) একটা হবে। কিন্তু আমাদের কিছু শর্তাবলি রয়েছে, সেই বিস্তারিততে যাচ্ছি না। সেই শর্তাবলি যদি পালিত হয়, আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার