ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১৭:৫২
শেয়ার :
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতে মুসলিম নির্যাতন ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে ক্বওমী ওলামা পরিষদ।

আজ সোমবার বিকেলে পীরগঞ্জ ক্বওমী ওলামা পরিষদের আয়োজনে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় এই বিক্ষোভ ও সমাবেশ হয়।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন- পীরগঞ্জ ক্বওমী ওলামা পরিষদের আমীর মুফতি দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ শাখার সভাপতি মুফতি মাওলানা মোজাম্মেল হোসেন, ক্বওমী ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মোস্তফ কামাল, মাওলানা আইনুল হক, মুফতি তালেবুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা মনিরুজ্জামান মনির প্রমুখ।