চুরি ঠেকানোর বৈদ্যুতিক ফাঁদে শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়ায় বরই বাগানে চুরি ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদে মনির সরদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মনির সরদার স্থানীয় পাতাকাটা গ্রামের আকসার সরদারের ছেলে। তিনি ঢাকায় একটি কাঠের কারখানায় শ্রমিকের কাজ করতেন।
থানা ও হাসাপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের বরই চাষি দুলাল ফরাজি চুরি ঠেকাতে নিজের বাগানের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ওই বরই বাগান হতে বরই গাছের চারা কেনেন মনির সরদার। আজ সকালে ক্রয়কৃত চারা সংগ্রহের জন্য তিনি বাগানে যান।
এ সময় তিনি বরই বাগানে মালিকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনির সরদারের ভাই ইয়কুব সরদার জানান, বরই বাগানে ফাঁদ পেতে রাখার বিষয়টি তার ভাই জানতেন না। ক্রয়কৃত গাছের ঝাড় সংগ্রহ করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।