খড় আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষাণীর

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১৬:১২
শেয়ার :
খড় আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষাণীর

চাঁদপুরের কচুয়ায় জমি থেকে খড় আনতে গিয়ে বজ্রপাতে বিশখা সরকার (৩৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামে এ ঘটনা ঘটে।

বিশখা সরকার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের হরিপদের স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের জমি থেকে খড় আনতে যাওয়ার পথে ঝড়-বৃষ্টির কবলে পড়েন তিনি। পরে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জাহিদ হোসাইন জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে বজ্রপাতে আতঙ্কিত হয়ে মারা যেতে পারেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্য হয়।