ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৮
শেয়ার :
ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

কুমিল্লার বরুড়া উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে জিহাদ (১৪) ও ফাহাদ (১৩) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আবু সুফিয়ান (৭) নামে এক শিশু।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকের বরুড়ার উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, পয়ালগুচ্ছ গ্রামে কৃষি জমিতে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে জিহাদ, ফাহাদ ও আবু সুফিয়ান গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক জিহাদ ও ফাহাদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদুর রহমান জানান, আজ দুপুর ১২টার দিকে দুই কিশোর ও এক শিশুকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিহাদ ও ফাহাদ নামের দুই কিশোরকে মৃত্যু ঘোষণা করেন। আহত সুফিয়ানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।