টেকনাফে অস্ত্র ও গুলিসহ অপহরণকারী আটক

আবদুল্লাহ মনির,টেকনাফ
২৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৮
শেয়ার :
টেকনাফে অস্ত্র ও গুলিসহ অপহরণকারী আটক

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানের মুখে অপহৃতকে ছেড়ে দিয়ে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ মো. রিদুয়ান (২০) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। 

আটক মো. রিদুয়ান (২০) হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার আব্দুস সালামের ছেলে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গতকাল রবিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনারপাড়া এলাকায় এ অভিযান চালায় পুলিশ। গত শনিবার রাতে উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় ফরিদুল উল্লাহকে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। গতকাল রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতকে ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় মো. রিদুয়ানকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক রিদুয়ান টেকনাফে চিহ্নিত মাদক কারবারি এবং সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক অপহরণকারীকে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আজ সোমবার সকালে তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।