চকরিয়ায় পুলিশি অভিযানে ৪ পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোয়াজনিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো.হোসেন প্রকাশ মিজান(২৭), একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৩২), নতুন পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ এরশাদ (৩৫) এবং ১নং ওয়ার্ডের পাগলিবিল এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে সাইদুল ইসলাম (৩৩)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালত কর্তৃক পরোয়ানা ছিল। তারা এই পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার একাধিক টিম বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আজ সোমবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।