এটাকে সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই: মিলা
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরেই একাকী জীবন কাটাচ্ছেন পপশিল্পী মিলা ইসলাম। মাঝে গান থেকে দূরে থাকলেও আবার গানে ফিরেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন তিনি। গায়িকার ভাষ্য, ‘সমস্যা হচ্ছে, আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন কাজ। বিয়ে হওয়াটা গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে দরকার একজন জীবনসঙ্গী যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে, আপনারা বায়োডাটা পাঠান। আমি চাই যে গুড লুকিং হ্যান্ডসাম হোক। পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। মায়া থাকতে হবে অনেক শেষে বলব পশু-পাখির জন্য মায়া থাকতে হবে।’
এরপরই খবরের শিরোনাম হন মিলা। আর ‘বিয়ের জন্য পত্র খুঁজছেন মিলা’ এমন খবরে চটেছেনও এই সংগীতশিল্পী। আত্মপক্ষ সমর্থণ করে ফেসবুকে পোস্টও দিয়েছেন। শিল্পীর সঙ্গে কথা না বলে খবর প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন সংবাদ মাধ্যমগুলোকে।
মিলার কথায়, ‘একটি ইন্টারভিউতে বিয়ে বিষয়ে প্রশ্ন করায় আমি মজার ছলে উত্তর দিয়েছিলাম। এটাকে সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই। দেখলাম বিভিন্ন গণমাধ্যম বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করছেন। আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। যখন ভাববো, আপনাদের জানিয়ে বিয়ে করব। নতুন অনেক কাজ করছি ও অনেক কনসার্ট করছি। আশা করব আমার বিবাহের জন্য দোয়া না করে, আমার ক্যারিয়ারের জন্যে শুভ কামনা জানাবেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বলা দরকার, মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’ প্রকাশ হয় ২০০৬ সালে। ২০০৮ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং ‘মিলা চ্যাপ্টার-২’। ২০০৯ সালে প্রকাশ হয় ফুয়াদ ফিচারিং ‘মিলা রি-ডিফাইন্ড’।
ব্যক্তিজীবনে প্রায় ১০ বছর প্রেমের পর ২০১৭ সালের মে মাসে পারভেজ সানজারি নামের এক বৈমানিককে বিয়ে করেন মিলা। বিয়ের মাত্র ১৩ দিন পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। একাধিক নারীর সঙ্গে প্রেমের কারণ দেখিয়ে সে সময় পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলেছিলেন তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট