ঢাকায় স্বস্তির বৃষ্টি
স্বস্তির বৃষ্টিতে রাজধানী ঢাকায় হাফ ছেড়ে বাঁচলেন গরমে অতিষ্ঠ মানুষ। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অস্বস্তি ছিল জনজীবনে। যা এই বৃষ্টির মধ্যে দিয়ে কিছুটা হলেও প্রশান্তি এনে দিয়েছে।
আজ সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। দুপুর ১২টার পর থেকে কালো মেঘ জমে যায় আকাশে। সাড়ে ১২টার পর শুরু হয় দমকা বাতাস। এরপর দুপুর পৌনে ১টা থেকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমতে পারে প্রায় ২ ডিগ্রি। এছাড়া আজ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আগামীকাল মঙ্গলবারও দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সারাদেশের সকাল ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।