জমি বিক্রিকে কেন্দ্র করে ৩ সন্তানের নির্মম নির্যাতনের শিকার বৃদ্ধ পিতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি বিক্রিকে কেন্দ্র করে ক্ষুব্ধ ৩ সন্তানের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন আব্দুর রহিম নামের এক বৃদ্ধ পিতা।
আজ রবিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী গুরতর আহত ওই বৃদ্ধ পিতাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে ওই বৃদ্ধের খোঁজ খবর নিয়েছেন।
আহত বৃদ্ধ আব্দুর রহিম জানান, তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সন্তানরা মিলে তাকে দ্বিতীয় বিয়ে করান। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তার ভরণপোষণ কষ্ট হচ্ছিল। এজন্য তিনি তার সন্তানদের সঙ্গে পরামর্শ করে নিজের দুই বিঘা সম্পত্তি থেকে ১০ শতাংশ জমি বিক্রি করার সিদ্ধান্ত নেন। কিন্তু সন্তানরা তাতে বাধা দিয়ে ৫ শতাংশ জমি বিক্রির পরামর্শ দেন। এ নিয়ে বৃদ্ধ আব্দুর রহিমের সঙ্গে দুই ছেলে জহিরুল ইসলাম ও সাইফুল ইসলাম এবং মেয়ে হালিমা আক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার তার সন্তানেরা তাকে পিটিয়ে আহত করেছেন বলে তিনি দাবি করেন।
এদিকে একই ঘটনায় রবিবার ওই তিন সন্তান মিলে তাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে বাড়ির সামনে ফেলে রাখেন। এ সময় বৃদ্ধের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, ‘সন্তানদের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’