চাঁদা দাবির অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষ পরস্পরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। এরমধ্যে একটি পক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হানসহ কয়েকজনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন। অন্যপক্ষ পাল্টা সংবাদ সম্মেলন করে ১০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ তুলেছেন।
আজ রবিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের বাগবাড়ির একটি চাইনিজ রেস্টুরেন্টে আরিয়ান রায়হানের পক্ষে মো. হানিফ ও মো. আরিফসহ বেশ কয়েকজন সংবাদ সম্মেলন করেন। এর আগে গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে মো. আজিম, শহিদুল মনির রিটন ও ফিরোজ আলম সংবাদ সম্মেলন করেন।
শনিবারের সংবাদ সম্মেলনে মো. আজিম লিখিত বক্তব্যে বলেন, ‘১৯ মার্চ শহরের কালু হাজী সড়কের মজুপুর এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৬ শতাংশ জমি দখল করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিয়ান রায়হানসহ স্থানীয় বেলাল, আমজাদ রানাসহ ঘটনাটি ঘটিয়েছে। গত ১৭ এপ্রিল আমাদের বাকি জমিতে বালু ভরাট করতে গেলে আরিয়ান, নুরুল ইসলাম, আদুসহ লোকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। না হয় বাকি জমিও জোর করে দখল করা হবে বলেও হুমকি দেওয়া হয়। ’
এদিকে, আজ সংবাদ সম্মেলনে মো. হানিফ বলেন, ‘শহিদুল মনির রিটন ও ফিরোজরা আমাদের এলাকায় এসে রাজত্ব কায়েম করে। ২ বছর আগে আমাদের সম্পত্তি বিক্রির জন্য বায়না চুক্তি হয়ে সীমানা প্রাচীর ও টিনসেড ঘর নির্মাণ করতে যায়। এ সময় রিটন-ফিরোজরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দেওয়ায় তারা আমাদেরকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। গত ২১ এপ্রিল বিরোধীয় জমিতে পুকুর ভরাট বন্ধে আবেদন করেছি। এ জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান সংবাদমাধ্যমে বলেন, ‘হানিফদের কাছ থেকে আমার ভাই ইস্রাফিল জমি ক্রয় করেছে। আমি জমি দেখতে সেখানে গিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’