রোমে একান্তে ট্রাম্প-জেলেনস্কি, ফলপ্রসূ আলাপ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪১
শেয়ার :
রোমে একান্তে ট্রাম্প-জেলেনস্কি, ফলপ্রসূ আলাপ

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একান্তে আলাপ করেছেন।

গতকাল শনিবার সেইন্ট পিটারস ব্যাসিলিকায় দুই নেতা আলাপ করেন। হোয়াইট হাউজ এ বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’বলে জানিয়েছে।

আলাপের একটি ছবি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। যেখানে দেখা গেছে দুই নেতা একান্ত বসে আলাপ করছেন এবং তাদের আশেপাশে কেউ নেই। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আলাপের সময়কাল ছিল ১৫ মিনিট। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গত ফেব্রুয়ারি মাসে দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয় ওয়াশিংটনে। ওই সাক্ষাতে বাদানুবাদের ঘটনা ঘটে। তবে রোমের সাক্ষাতের ছবিতে দুই নেতাকে বেশ ঘনিষ্ঠ হয়ে আলাপ করতে দেখা গেছে।

এদিকে মস্কোতে রাশিয়া-ইউক্রেন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকের পর ট্রাম্প মন্তব্য করেন, ‘রাশিয়া ও ইউক্রেন ‘একটি চুক্তির খুব কাছাকাছি’পৌঁছে গেছে।’

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই তিনি আলাদা করে কথা বলেছেন। জেলেনস্কির সঙ্গে যেমন ট্রাম্পের বাদানুবাদ হয়েছে, তেমনি ইউক্রেনে হামলা নিয়ে তিনি পুতিনেরও সমালোচনা করেছেন।