চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বিএনপি

অনলাইন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ২০:০৫
শেয়ার :
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বিএনপি

সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপারসনেনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সদস্যের মধ্যে উপস্থিত রয়েছেন উপপরিচালক দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরো মিসেস চেন জুয়ানবো, তৃতীয় সচিব দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরো চেন ইয়াংপেই, ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স ঝাং গুইউ, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ঢাকায় চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং।