কাশ্মীরে হামলার তদন্তে ভারতকে সহায়তা করতে চায় পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের ওপরে হামলা ঘটনা তদন্তে ভারতে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ শনিবার বলেন, ‘যেকোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে পাকিস্তান সহায়তা করতে প্রস্তুত।’ পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ২২ এপ্রিল পেহেলগামে ওই হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। পাকিস্তানও পাল্টা কিছু পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে দুই বৈরি দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
শনিবার পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির পাসিং-আউট অনুষ্ঠানে শাহবাহ শরীফ বলেন, ‘পেহেলগ্রামের ঘটনা দুঃখজনক। কিন্তু এরমধ্যে দোষারোপের খেলা শুরু হয়েছে। তবে পাকিস্তান নিজেদের দায়িত্বশীলতার জায়গা থেকে এই ঘটনার তদন্তে সহায়তা করতে চায়। যেকোনো নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনে পাশে থাকব আমরা। ‘
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সেসময় এই হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে দোষারোপের জন্য ভারতের সমালোচনা করেন তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস