কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় শিশু ও মাদ্রাসা ছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১৪:১৫
শেয়ার :
কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় শিশু ও মাদ্রাসা ছাত্র নিহত

কক্সবাজারের মহেশখালীতে ইজিবাইক চাপায় ৬ বছরের একটি শিশু মারা গেছে। এছাড়া আম গাছ থেকে পড়ে মারা গেছে এক মাদ্রাসা ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, আজ শনিবার সকাল ৭টার দিকে মহেশখালীর গোরকঘাটা জনতা বাজার সড়কের বড় মহেশখালী এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় ৬ বছরের এক শিশু মারা যায়। নিহত শিশু বাবু বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা গ্রামের মোহাম্মদ আলমের ছেলে বলে জানিয়েছে পুলিশ। জনতা ইজিবাইক চালককে আটক করে পুলিশে দিয়েছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে পুলিশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এদিকে আম গাছ থেকে পড়ে আবু রায়হান নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া যায়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ জানিয়েছেন, আম গাছ থেকে পড়ে মারা গেছে এক মাদ্রাসা ছাত্র।

সে মহেশখালী উপজেলার বড় মহেশখালী সিপাহির পাডা আজিজিয় ইসলামিয় দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। বাবার নাম মকবুল আহমেদ। 

জানা গেছে, আজ শনিবার সকালে মাদ্রাসার একটি আম গাছে আম নিতে উঠলে আম গাছ থেকে পড়ে আবু রায়হান আহত হলে মহেশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।