কালিয়াকৈরে সড়ক পারাপারের সময় শ্রমিক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১২:০৫
শেয়ার :
কালিয়াকৈরে সড়ক পারাপারের সময় শ্রমিক নিহত

দুর্ঘটনা কবলিত প্রাডো ও ইনসেটে মরদেহ। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় প্রাডো গাড়ির ধাক্কায় আজিজ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

আজ শনিবার সকালে উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটেছে। 

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজিজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাডো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

 নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি কালিয়াকৈরে মদিনা বেকারি কারখানা কাজ করতেন।

এ সময় গাড়িটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে গাড়িটি সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। গুরুতর আহত হয় ওই গাড়ির চালক। চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও মৃতদেহ উদ্ধার করে।

নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোঃ আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।