মতলব উত্তরে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার

মতলব প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১১:৫১
শেয়ার :
মতলব উত্তরে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তরে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে থানা পুলিশ। 

আজ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নয়াকান্দি ব্রীজের গোড়ায় ঝোঁপঝাড় থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নয়াকান্দি ব্রীজের গোড়ায় ঝোঁপঝাড়ে একটি শপিং ব্যাগে অস্ত্র আছে। পরে অভিযান করে অস্ত্রটি উদ্ধার করি, সঙ্গে একটি ম্যাগজিনও উদ্ধার করা হয়েছে। পিস্তলটির গায়ে ইংরেজিতে লেখা রয়েছে পিস্তল ইন্ডিয়া। প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে পিস্তলটি সক্রিয়া আছে।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’