এখনো থমথমে কাশ্মীরের পেহেলগাম

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৯
শেয়ার :
এখনো থমথমে কাশ্মীরের পেহেলগাম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম শহরে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূস্বর্গ কাশ্মীর এখন জনশূন্য। আর পর্যটন নির্ভর স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ‘সন্ত্রাসীরা আমাদের পেটে লাথি মারলো।’

ভারতীয় এক সাংবাদিক বলেন, পহেলগামের অবস্থা দেখলে প্রথমে একটা কথাই মনে পড়বে, পুরো শহর স্তব্ধ। কোথাও কেউ নেই। হোটেল বন্ধ। ট্যাক্সি স্ট্যান্ডে শুধু ট্যাক্সি দাঁড়িয়ে আছে। কোনো মানুষ নেই।  

স্থানীয় হোটেল মালিক মহম্মদ আলী বেগ জানালেন, ‘পহেলগামের সব হোটেল আগামী তিনমাসের জন্য বুকড ছিল। সব বুকিং ক্যানসেল হয়ে গেছে। জানি না, কীভাবে আমাদের দিন চলবে। আমরা তো এই তিনমাসের আয়ে সারা বছর চালাতাম।’

একই চিন্তা রেস্তোরাঁ মালিক, ট্যাক্সিচালকদের। তারাও বলছেন, চিন্তা হচ্ছে, আয় বন্ধ হয়ে গেলে চালাব কী করে? ট্যাক্সিচালক ফারুখ বলছিলেন, ‘কিছু ভাবতে পারছি না। এটা আমাদের চিন্তার বাইরে ছিল। এই তিনমাসই তো আমাদের আয়। সবে সিজন শুরু হয়েছিল। আমাদেরও সবকিছু শেষ হয়ে গেল।’

পহেলগামের দোকানদাররা, রেস্তোরাঁগুলি প্রচুর খাবার জিনিস, মশলার স্টক করে রেখেছিল। পুরো টাকাটাই জলে গেলো বলে তারা মনে করছেন। কীভাবে তারা ক্ষতিপূরণ করবেন, ঘুরে দাঁড়াবেন ভেবে পাচ্ছেন না।

তারপরেও ট্যাক্সিচালকরা পর্যটকদের বলছেন, ‘আপনারা মেহমান। এই সংকটের সময়ে আপনারা যেখানে বলবেন, ছেড়ে দেবো। একটা পয়সাও নেব না।’ পর্যটকদের জন্য তারা ফ্রি সার্ভিস দিচ্ছেন।  

মহম্মদ আলি বেগ বলছিলেন, ‘কয়েকজন সন্ত্রাসী শুধু পর্যটকদের আক্রমণ করেনি, আমাদের উপরও হামলা করেছে, আমাদের পেটে লাথি মেরেছে, আমাদের রুটি-রুজি বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র করেছে।’