শ্রীপুরে ফুটপাতের ইজারা উঠানো নিয়ে সংঘর্ষ, আহত ৫০
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ফুটপাতের ইজারা উঠানো নিয়ে ইজারাদার ও ভাসমান ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের মার্কেট দোকানপাট বন্ধ হয়ে যায়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় ইজারাদার ও ভাসমাস ব্যবসায়ীদের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে ।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবৎ ইজারার নামে চাঁদাবাজি বন্ধ ছিল। সম্প্রতি কাজল ফকির নামে এক ব্যক্তি মাওনা চৌরাস্তার ইজারা নেন।
খাজনার পরিমান উল্লেখ না করেই ভাসমান ব্যবসায়ীদের নিকট থেকে দৈনিক ১০০ থেকে ৫০০ টাকা আদায় করছে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। কেউ যদি তাদের নির্ধারিত ইজারা দেওয়ার অস্বীকৃতি জানাতেন তাহলে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হতো বলে তারা জানান।
মাওনা চৌরাস্তার ইজারাদার কাজল ফকির বলেন, ‘গত পহেলা বৈশাখ থেকে সরকারী বিধি মোতাবেক মাওনা চৌরাস্তার অস্থায়ী বাজারের বৈধ ইজারাদার হিসেবে খাজনা তোলার অনুমতি দেন উপজেলা প্রশাসন। জাহিদ নামে এক ব্যবসায়ী বিষয়টি নিয়ে বিরোধিতা শুরু করেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমার লোকজন খাজনা তুলতে গেলে তাদের মারধর করা হয়। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করি।’
তিনি বলেন, ‘এরপর শুক্রবার সন্ধ্যার কিছু সময় আগে আমার লোকজন খাজনা তুলতে গেলে তাদের ওপর লাঠিসোঠা নিয়ে জাহিদের নেতৃত্বে হামলা করে টাকা পয়সা ছিনিয়ে নেন। হামলায় আমার ১০/১৫জন আহত হয়েছেন।’
জাহিদ মুঠোফোনে বলেন, ‘মাওনা চৌরাস্তার ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে ইজারার নামে চাঁদাবাজি করা হচ্ছে। চাঁদাবাজি বন্ধের বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করেন। এ নিয়ে ক্ষুব্ধ ইজারাদার কাজল ফকির শুক্রবার বিকেলে শতাধিক লোকজন নিয়ে মাওনা চৌরাস্তার ভাসমান ব্যবসায়ীদের ওপর হামলা করেন। এতে আমাদের ১৫/২০জন আহত হয়েছেন।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’