কটাক্ষের শিকার সারা

বিনোদন সময় ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
কটাক্ষের শিকার সারা

কাশ্মীরের অনন্য সৌন্দর্যমণ্ডিত পেহেলগামে মঙ্গলবার বিকালে এক নির্মম জঙ্গি হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন পর্যটক। বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বলিউডসহ ভারতের একাধিক তারকা। সেই তালিকায় নাম সারা আলী খানেরও। কিন্তু নিন্দা জানাতে গিয়ে উল্টো কটাক্ষের শিকার হতে হলো সাইফকন্যাকে।

এমনিতেই ভ্রমণপিপাসু বলে সারার নাম ওপরের দিকেই রয়েছে। গত বছরও কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন মা ও ভাইয়ের সঙ্গে। সেই সময় সেখানকার নৈসর্গিক রূপ দেখে মুগ্ধ হয়ে যান। তাই পেহেলগামের রক্তক্ষয়ী এই ঘটনায় দুঃখ পেয়েছেন অভিনেত্রী।

সারার কথায়, ‘এমন একটি নৃশংস ঘটনায় ভেতর থেকে নড়ে গিয়েছি। এই জায়গাটা পৃথিবীর মধ্যে স্বর্গ বলা হয়। এমন সুন্দর শান্তির জায়গায় এমন একটা ঘটনা। আমি শান্তি চাই, পাশাপাশি বিচার চাই।’

এই লেখার সঙ্গে সারা নিজের কাশ্মীর ভ্রমণের ছবি দিতেই বাধে বিপত্তি। নেটিজেনদের একটা বড় অংশ সমালোচনায় মুখর হয়েছেন। সবার দাবি একটাই, ‘এমন একটি ঘটনায় নিজের ছবি দেওয়ার কী আছে? মাথা মোটা নাকি!’ যদিও এই সমালোচনায় কোনো উত্তর দেননি সারা।