হিমির অনন্য রেকর্ড
কয়েক বছর ধরে নাটকে নিয়মিত অভিনয় করছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ভিউয়ের দিক থেকেও এগিয়ে থাকে তার অভিনীত নাটক। সম্প্রতি অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। হিমির ১০৯টি নাটক পার করেছে ১ কোটি ভিউয়ের মাইলফলক। এর আগে বাংলাদেশের কোনো অভিনেত্রীর এত নাটক ১ কোটি ভিউ ছুঁতে পারেনি।
হিমি বলেন, ‘দর্শকের ভালোবাসা আর কঠোর পরিশ্রমের ফলেই অনন্য এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য ও আনন্দ দর্শকদেরই উৎসর্গ করছি।’
২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন হিমি। অল্পদিনেই তিনি শক্ত অবস্থান দখল করে নেন ছোটপর্দায়। নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি সর্বাধিক জনপ্রিয়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ফেসবুক পোস্টে হিমিকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে হিমির ১০৯টি নাটকই এক কোটি ভিউ ছাড়িয়েছে।’
অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, ‘একজন মেধাবী অভিনেত্রীর সফলতা। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা।’
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, “এই খবরটা আমাকে দারুণ আনন্দ দিয়েছে। যে মেয়েটি চ্যানেল আইয়ের ‘মোহর আলী’ সিরিয়ালে একেবারে নতুন, আনকোরা অভিনেত্রী হিসেবে কাজ শুরু করল, প্রেমের আবেগ আসে না, কষ্টে চোখের পানি আসে না। পরিচালক আমাকে ডেকে বলল, আপা ওকে একটু বুঝিয়ে দিন না ইমোশনগুলো কীভাবে আসবে। অতঃপর হিমিকে বসিয়ে নানা কিছু বুঝিয়ে ইমোশনাল সিনের জন্য তৈরি করলাম। তারপর সে অনেকটা বেটার পারফরম্যান্স দিয়েছিল। সেটা প্রায় ১০-১২ বছর আগের কথা। আজ হিমির অভিনয়ের পরিপক্বতা সবার কাছে পরিষ্কার। খুব ভালো লাগল এই অসাধারণ অর্জনের খবর জেনে। অভিনন্দন হিমি। এভাবেই এগিয়ে যাও আরও অনেক দূর। শুভকামনা সব সময়!”