আজ এল ক্লাসিকো

ক্রীড়া ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
আজ এল ক্লাসিকো

চলতি মৌসুম এখন প্রান্ত সীমায়। মৌসুমজুড়ে রিয়াল মাদ্রিদকে ভুগিয়েছে ইনজুরি। শেষ সময়ে এসেও কমেনি চোটের প্রাদুর্ভাব। এই তো দুদিন আগে মাঠের বাইরে ছিটকে গেছেন দলের ডিফেন্ডার এদোয়ার্দো কামাভিঙ্গা। ফরাসি তারকার চোট রিয়াল প্রধান কোচ কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সামনেই যে ‘এল ক্লাসিকো’! আজ সেভিয়ার মাঠে স্প্যানিশ কোপা ডেল রের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল এই মৌসুমে শিরোপাখরায় কাটানোর ঝুঁকিতে আছে। অন্তত এই ম্যাচটা জিতে একটা শিরোপা নিশ্চিত করার সুযোগ আছে রিয়ালের। বিপরীতে বার্সার সামনে ট্রেবল জয়ের সুযোগ। স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ইতোমধ্যে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে কাতালান ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগেও হান্সি ফ্লিকের দল উঠেছে সেমিফাইনালে।

তবে ত্রিমুকুট জিততে হলে আজকের ফাইনালটা বার্সার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই মৌসুমে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। শেষ দিকে এসে মৌসুম স্মরণীয় করে তোলার উপলক্ষ তাদের। জার্মান কোচ ফ্লিকের ছোঁয়াতেই বড় স্বপ্ন দেখছে বার্সা। রিয়াল মাদ্রিদকে এই মৌসুমে দুবার হারিয়েছে কাতালান জায়ান্টরা। দুই ম্যাচে ৯ গোল করেছে তারা। সাম্প্রতিককালে দুই দলের পারফরম্যান্স বিবেচনায় আজকের মহারণে ফেভারিট বার্সা। চোট সমস্যা আছে তাদেরও। ইনজুরির কারণে মৌসুমের তৃতীয় ‘এল ক্লাসিকো’ মিস করবেন স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।